গবাদিপশুর বিভিন্ন বাসস্থান ব্যবস্থাপনার সুবিধা-অসুবিধা
ধরুন, আপনাকে পাঁচটি পশু লালন-পালন করতে দেয়া হয়েছে। কিন্তু আপনারই বন্ধুকে পঁচিশটি পশু লালন-পালন করতে দেয়া হয়েছে। এখন কি আপনারা পাঁচটি এবং পঁচিশটি গরুর জন্য একই ধরণের বাসস্থান নির্মাণ করবেন ? আবার অঞ্চলভেদে আবহাওয়া এবং পরিবেশের উপরও লালন-পালনের ধরণ কি একই রকম হবে? সহজ এবং সাবলিল ভাষায় এর উত্তর – ” না “।
পশুর সার্বিক বৃদ্ধি এবং লালন-পালনের সুবিধার্থে আমরা বাসস্থান ব্যবস্থাপনাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন –
ক. কনভেনশনাল বাসস্থান ব্যবস্থাপনা ;
খ. সেমি-কনভেনশনাল / ফ্রী স্টল বাসস্থান ব্যবস্থাপনা ;
গ. লুজ / উন্মুক্ত বাসস্থান ব্যবস্থাপনা।
আসুন শুরুতেই আমরা কনভেনশনাল বাসস্থান ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জেনে নেই –
//সুবিধা
১. প্রাণীগুলি কঠিন আবহাওয়া ও পরিস্থিতিতেও কম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
২. প্রাণীগুলিকে পরিষ্কার রাখা যায় এবং রোগাক্রান্ত হলে তা ভালভাবে নিয়ন্ত্রণ করা যায়।
৩. আলাদা মিল্কিং পার্লারের দরকার পরে না।
// অসুবিধা
১. কনভেনশনাল বাসস্থান নির্মাণ লুজ বাসস্থান ব্যবস্থাপনার তুলনায় কিছুটা ব্যয়বহুল ।
২. এটি গরম এবং আর্দ্র জলবায়ুর জন্য তেমন উপযুক্ত নয়।
৩. ভবিষ্যতে শেডের সম্প্রসারণ করা সাধারণত সম্ভব নয়।
কনভেনশনাল বাসস্থানের পরই আসে সেমি-কমভেনশনাল বাসস্থান ব্যবস্থাপনা। আসুন এ পর্বে আমরা সেমি- কনভেনশনাল বাসস্থান ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জেনে নেই –
সেমি-কনভেনশনাল / ফ্রী স্টল বাসস্থান ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধা:
// সুবিধা
১. প্রাণী গুলি কঠিন আবহাওয়ার পরিস্থিতি তে কম ক্ষতিগ্রস্ত হয়।
২. প্রাণীগুলিকে পরিষ্কার রাখা যায় এবং রোগাক্রান্ত হলে তা আরও ভালভাবে নিয়ন্ত্রণ করা যায়।
৩. প্রাণীগুলি যথেষ্ট নড়াচড়া করতে পারে এবং একজন আরেকজনের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সুযোগ নেই।
৪. বর্জ্য ব্যবস্থাপনা অনেক সহজ। তাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় কোমো বিড়ম্বনা পোহাতে হয় না।
৫. খাদ্যদ্রব্য কম অপচয় হয়।
৬.সহজে ফার্মের সম্প্রসারণ করা সম্ভব।
৭. পশুগুলোর আরাম-আয়েশ করে বসবাস নিশ্চিত করা যায়।
৮. এ উপমহাদেশের আবহাওয়ার জন্য উপযুক্ত।
// অসুবিধা
১. শেড বিল্ডিং খরচ তুলনামূলক বেশি লুজ বাসস্থান ব্যবস্থাপনা এর তুলনায়।
২. সঠিকভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত জ্ঞান দরকার , যা খামারীদের মধ্যে তুলনামূলক কম।
আসুন সর্বশেষে জেনে নেই লুজ / উন্মুক্ত বাসস্থান ব্যবস্থাপনার সুবিধা এবং অসুবিধা –
লুজ / উন্মুক্ত বাসস্থান ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধা:
//সুবিধা
১) লুজ বাসস্থান নির্মাণ করা তুলনামূলক সবচেয়ে কম ব্যয়বহুল , প্রসারিত করা সহজ এবং ইউটিলিটিতে নমনীয়।
২) সাধারণত খাদ্য এবং জল সরবরাহের জন্য প্রাণীকে খাওয়ানো এবং পরিচালনা করা সহজ।
৩) প্রাণীরা অবাধে চলাফেরা করার কারণে তাদের জন্য বসবাস করা অনেক আরামদায়ক এবং শারীরিক ও মানসিক বৃদ্ধি বেশ তাড়াতাড়ি ঘটে থাকে ।
৪) কমপক্ষে ১০ থেকে ১৬ শতাংশ বেশি প্রাণীকে অল্প সময়ের জন্য জায়গা দেয়া যায় এবং এতে তাদের production performance ক্ষতিগ্রস্ত হয় না।
৫) পশুর মধ্যে heat detection সহজ।
৬) প্রাণীগুলি পর্যাপ্ত movement করতে পারে।
// অসুবিধা
১) কনভেনশনাল বাসস্থান এর তুলনায় বেশি চওড়া মেঝে প্রয়োজন।
২) পশুদের মধ্যে খাওয়া-দাওয়ার জন্য অধিক প্রতিযোগিতা লেগে যাওয়ার কারণে অনেকসময় দূর্ঘটনা ঘটতে পারে।
৩) ব্যক্তিগত ভাবে প্রাণীর দৃষ্টি আকর্ষণ সম্ভব নয়।
৪) গরুর দুধ দোহানোর জন্য আলাদা জায়গা ( milking parlour) দরকার হয়ে থাকে ।
৫) ভারী বৃষ্টিপাত এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে এ ধরণের বাসস্থান উপযুক্ত নয়।
পরিশেষে আমরা বলতে পারি যে, গবাদিপশুর বাসস্থানের এ শ্রেণিবিন্যাস মূলত কোন পরিবেশ – পরিস্থিতিতে কিভাবে বাসস্থান নির্মাণ করলে তা প্রাণীর বিকাশ ও অবাধ চলাচল এবং খামারির জন্য লাভজনক হবে সে সম্পর্কে ধারণা দিয়ে থাকে। তাই গবাদিপশু লালন-পালনে বাসস্থান নির্মাণের পূর্বে পরিবেশ পরিস্থিতি এবং এর সুবিধা অসুবিধা মাথায় রেখে ব্যবস্থাপনা করলে লালন-পালন যেমন সুবিধাজনক তেমনি লাভবান হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।