প্রাথমিক অবস্থায় গরুর সংখ্যা কেমন হলে ভালো হয়?
গরু মোটাতাজাকরণের প্রকল্প শুরু করার সময় গরুর সংখ্যা নির্ধারন করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় । কারণ-
- আগেই যদি গরুর সংখ্যা জানা যায় তাহলে প্রকল্পের সময় নির্ধারণ করতে খুবই সহজ হয়।
- কতোগুলো গরুর নিয়ে খামার শুরু হবে সে অনুযায়ী অর্থনেতিক পরিকল্পনা করতে সুবিধা হয়। কারণ গরুর সংখ্যার উপর খাদ্য, বাসস্থান ইত্যাদি যোগান নির্ভর করে।
- শেড ডিজাইন এবং খামার এরিয়া প্ল্যানিং এ সুবিধা হয়।
- ফীড রেশনিং সহজ হয়ে যায়।
- বাংলাদেশ এ যেহেতু ঈদুল-আজহা এবং সাপ্তাহিক হাট; এ দুই ধরনের ক্রয়-বিক্রয়ের হাট বিদ্যমান, সেহেতু গরুর সংখ্যা এর উপর ভিত্তি করে উপযুক্ত বাজার নির্বাচন করা সহজ হয়ে থাকে।
আবার খামারী ইচ্ছা করলেই নিজের ইচ্ছা মতো গরু খামারে সংগ্রহ করতে পারবে না। খামারে গরুর সংখ্যা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন-
- খামারে বিনিয়োগ এর পরিমাণ এর উপর গরুর সংখ্যা নির্ধারন করতে হবে। কারণ গরুর সংখ্যার উপর খাদ্য, বাসস্থান ইত্যাদি যোগান নির্ভর করে। তাই এসব কিছুর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে।
- প্রত্যেকটা খামারের জন্য পরিবহন ব্যবস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বেশি গরু খামারে রাখলাম কিন্তু পরিবহন এর জন্য সময়মত মার্কেটে পৌছানো গেল না, এমন হেঁসেলে পড়লে তা খামারীর জন্যই অলাভজনক।
- খামারে পর্যাপ্ত লোকবল রাখার দিকেও খামারীদের লক্ষ্য রাখতে হবে। নাহলে পশুদের ঠিকঠাক ভাবে লালন-পালন করায় ব্যাঘাত ঘটবে।
- খাদ্যের প্রাপ্যতা অনেক গুরুত্বপূর্ণ। কারণ খামার গঠনের পর পশুদের ঠিকভাবে খাদ্য সরবরাহ করতে না পারলে তা অলাভজনক হবে।
- বাজারে পণ্যের দাম এবং এর চাহিদা সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ নির্দিষ্ট এলাকার প্রচলন এবং আধিক্যতা সম্পর্কে ধারণা না রাখলে পণ্য বাজারজাত করা মুশকিল হবে।