মোটাতাজাকরণের পশু লালন-পালনে সাইট সিলেকশনের ভূমিকা

Published by Khamar-e Agro Research Team on

সাইট সিলেকশন কী ? 

ব্যবসায়িক সুবিধার্থে খামারীদের বাণিজ্যিক যোগাযোগ রক্ষা এবং সার্বিক সাফল্য বিবেচনা করে খামার গঠনের জন্য যে স্থান বা জায়গাটিকে নির্বাচন করে, তাই সাইট সিলেকশন।

সাইট সিলেকশনে কোন কোন বিষয়ের উপর গুরুত্বারোপ করতে হবে? 

১) ছোট খামার হলে বসত বাড়ীর নিকটে গো-খামার স্থাপন করা যেতে পারে।  এতে করে গরুর দেখাশুনার জন্য বাড়তি মানুষ, অন্যথায় অন্যান্য খামার থেকে যথা সম্ভব দূরে।

২) বৃহদাকার খামার হলে খামারে নিয়োজিত ব্যক্তিদের আবাসিক সুবিধা ও যানবাহন।

৩) লোকালয় থেকে সম্ভাব্য দূরে

৪) ভাল যোগাযোগ ব্যবস্থা

৫) বৈদ্যুতিক সুবিধা

৬) উঁচু স্থান যেখানে জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা নেই 

৭)খামার স্থাপনের জন্য পরিবেশ

৮) আবর্জনা ও বর্জ্য অপসারণ সুবিধা

৯) সেনিটেশন সুবিধা

১০)উৎপাদিত গরুর জন্য স্থানীয় বাজার

১১) মাংসের স্থানীয় চাহিদা অথবা বিপননের বিকল্প ব্যবস্থা

১২) স্থানীয় জনসাধারণের মধ্যে গরুর মাংস ক্রয়ের পরিমাণ

১৩) মাংসের বিক্রয় মূল্য।

খামারিদের ব্যবসায় সফল হতে গেলে সঠিক পরিকল্পনা এবং সাইট সিলেকশনের কোনো বিকল্প নেই।