বাছুরের জন্য উপযুক্ত বাসস্থান

Published by Khamar-e Agro Research Team on

একবার ভাবুনতো আপনি যেখানে বাস করেন তা যদি স্যাঁতস্যাঁতে, মশা, মাছি, পোকা-মাকড়ে আচ্ছন্ন হয় আপনার কি বাস করতে ভালো লাগবে? অবশ্যই এর উত্তর “না” বোধক। কারণ সুস্থ ভাবে বাস করতে আমরা সবাই স্বাস্থ্যকর এবং মনোরম পরিবেশ পছন্দ করি। ঠিক তেমনি বাছুরের জন্যও উপযুক্ত বাসস্থান অত্যন্ত প্রয়োজন। স্বাস্থ্যসম্মত বাসস্থান বাছুরকে রোগমুক্ত রাখার প্রধান সহায়ক। এ নিয়ে বিস্তারিত জানাতেই আমাদের আজকের আলোচনা “বাছুরের জন্য উপযুক্ত বাসস্থান”-

 

১। প্রথমত, বাছুরকে রোগমুক্ত রাখার জন্য তাদেরকে প্রথমে আলাদা আলাদা ঘরে রাখতে হবে এবং এর ফলে প্রতিটি  বাছুরের রক্ষণাবেক্ষণ সহজ হবে। অনেক বাছুর একসাথে থাকলে দুর্বল বাছুরগুলো আরও দুর্বল হয়ে পড়ে।  কারন অনেকসময় দুর্বল বাছুরগুলো সবলদের সাথে প্রতিযোগীতা করে প্রয়োজন মত খেতে পারে না।

২। বাছুরের ঘর ঢালু এবং  শুকনো ও পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া উচিত । বাসস্থানে পর্যাপ্ত আলো বাতাসের সরাসরি প্রবেশের ব্যবস্থা থাকতে হবে। গ্রীষ্মকালে প্রচন্ড গরম ও শীতকালে প্রচন্ড ঠান্ডা দ্বারা বাছুরগুলো যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৩। ঘরের মেঝেতে শুকনো খড় বা ছালার চট বিছিয়ে দিতে হবে। এতে করে মেঝেতে পানি বা অন্য কিছু পরে গেলেও পিচ্ছিল হওয়ার সম্ভাবনা থাকবে না। শুধু তাই নয়, বাছুর অবাধে চলাচলও করতে পারবে এবং মেঝে পরিষ্কার করতেও সুবিধা হয়। 

৫। গ্রামীণ এলাকায় বাঁশ ও  কাঠের সাহায্যে অতি সহজেই ঘর নির্মাণ করা যেতে পারে। শহুরে অঞ্চলে ও বাঁশ বা কাঠ জোগাড় করে বাসস্থান নির্মাণ করা যায়। এছাড়া টিন কিংবা ইট সিমেন্ট দিয়েও বাসস্থান নির্মাণ করা সম্ভব। 

৬। ঘরে খাদ্য ও পরিষ্কার পানি সরবরাহের জন্য পাত্র  রাখতে হবে। বাছুরের ঘর স্যাঁতস্যাঁতে ও ময়লা আবর্জনাময় হলে বাছুরের শ্বাস কষ্ট হয়। তাই সবসময় ঘর পরিষ্কার রাখতে হবে।  

 

সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য  বাছুরকে তিন দলে ভাগ করা যায়। 

ক) এক বছরের কম বয়সী;

  • এসময় আসলে নির্ণয় করা যায় না যে বাছুরটি ছেলে নাকি মেয়ে। 

খ) এক বছরের বেশী বয়সী বকনা বাছুর;

  • বকনা বাছুর বলতে মুলতঃ বোঝায় মেয়ে বাছুর যা পরবর্তীতে গাভী হবে। 

গ) এক বছরের বেশী বয়সী এঁড়ে বাছুর;

  • এঁড়ে বাছুর বলতে মুলতঃ বোঝায় ছেলে বাছুর যা পরবর্তীতে ষাঁড় হবে। 

 

বাছুরকে তিন সপ্তাহ বয়স পর্যন্ত পৃথকভাবে ও পরে ৩ মাস বয়স পর্যন্ত ৪-৫ টির দল করে পৃথকভাবে লালন – পালন করা উত্তম। এক বছরের কম বয়সী বাছুরের ঘর মায়ের কাছাকাছি ও মুক্তভাবে ঘোরা ফেরার জন্য ঘরের সাথে উন্মুক্ত স্থান থাকবে। বাছুরের ঘরে মাঝ বরাবর পথের দুপার্শ্বে দাঁড়ানোর ব্যবস্থা ও উভয় পার্শ্বে মুক্তভাবে চলাফেরার জন্য উন্মুক্ত স্থান থাকবে।

বাছুরের বাসস্থান

বাছুরের বাসস্থান

 

বাছুরের জন্য প্রয়োজনীয় জায়গা 

 

বয়স  ঘরে স্থান (বর্গমিটার) মুক্তভাবে বিচরণের উন্মুক্ত স্থান (বর্গমিটার)
১-৩ মাস ১.৮-২.৩ ০.৯-১.৮
৩-৬ মাস ২.৩-২.৮ ২.৮-৩.৭
৬-১২ মাস ২.৮-৩.৭ ৪.৬-৫.৫
১২ মাস ৩.৭-৪.৬ ৫.৫-৯.২

 

আশা করছি  বাছুরের বাসস্থান কেমন হওয়া প্রয়োজন এ ব্যাপারে উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনার দ্বারা  খামারীরা উপকৃত হবেন।