ফ্যাটেনিং এর গরুকে কি খাওয়াবেন ?

Published by Khamar-e Agro Research Team on

দুই ধরনের খাদ্য থাকবে।

  • দানাদার খাদ্যসমূহঃ  খৈল, ভূষি, চাষের কুড়া , খুদ, শুটকি মাছ, ঝিনুকের গুড়া, লবন 
  • আশজাতীয় খাবারঃ কাচাঘাস/খড়/সাইলেজ/ইউরিয়া মোলাসেস মিশ্রিত খড়

    ১. ফ্যাটেনিং এর জন্য প্রতিদিন গরুকে live weight এর ১.২ % দানাদার খাদ্য এবং দানাদার খাদ্যের ৪ গুণ পরিমাণ কাচাঘাস/খড়/সাইলেজ/ইউরিয়া মোলাসেস মিশ্রিত খড় খাওয়ানো দরকার।

    ২. মোট খাবারকে ভাগ করে একবার সকাল ১০-১১ টার দিকে এবং আরেকবার বিকাল ৪-৫ টার দিকে দেওয়া উচিত। রাতে কোন খাবার দেয়া উচিত নয়।

    ৩. একটি প্রাপ্ত বয়স্ক গরুকে দিনে ১.৬৭ কেজির বেশি ইউরিয়া মিশ্রিত খড় খাওয়ানো উচিত নয়।

    ৪. গবাদিপশু মোটাতাজাকরণে প্রতিটি গরুকে দিনে ২৫০ গ্রাম সরিষার খৈল খাওয়ালে গরুর ত্বক মসৃণ হয় এবং স্বাভাবিকভাবে চর্বির বৃদ্ধি ঘটে।

    ষাড় মোটাতাজাকরেণর জন্য স্বল্প মূল্যের সুষম খাদ্য তালিকা :

    গমের ভুসি তিলের খৈল চালের কুড়া

    গমের ভুসি তিলের খৈল চালের কুড়া

     

    বিঃদ্রঃ উপরের উপাদান গুলো ভালো করে মিশিয়ে গরুকে খাওয়াতে হবে। দানাদার খাবারের সাথে পানি মেশানো যাবে না। পানি আলাদা দিতে হবে। 

    Misconceptions:

    ১. বেশি খাবার দিলেই বেশি খাবে এবং তাড়াতাড়ি মোটাতাজা হবে, এটা ভুল। এতে করে খাদ্যের অপচয় ও খাদ্যের খরচ বৃদ্ধি পায়।

    ২. কাঁচা ঘাস না খাওয়ানো। শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করা।

    ৩. খাবারের পরিবেশ আরামদায়ক না হওয়া। এতে খাবার গ্রহণ ক্ষমতা কমে যায়।

    ৪. বেশি খাবার খাবে এই আশায় রাতে খাবার দেয়া। পশুকে পর্যাপ্ত সময় দিতে হবে খাবার গ্রহণ ও সেই খাবার পরিপাক করার।

    ৫. ভাত, জাউ এগুলো খাদ্য তালিকায় একেবাইরে রাখা যাবে না। Rice polish খাওয়ানো যেতে পারে। ভাত, জাউ এর কারণে বিষক্রিয়া/ফুড পয়জনিং হতে পারে।

     

    Categories: Fattening