মোটাতাজাকরণ গরুর খাবার ব্যবস্থাপনা
Feed গরু মোটাতাজাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ factor। কারণ Feed এর কোয়ালিটি এর উপর মোটাতাজাকরণ এর সফলতা বেশিরভাগটাই নির্ভর করে।
Feed কেনার সময় যে জিনিসগুলা মাথায় রাখতে হবে-
১. Feed টা balanced কিনা অর্থাৎ প্রয়োজনীয় সব উপাদান আছে কিনা
২. অনেক রকম Feed-borne disease হতে পারে স্বাস্থ্যসম্মত feed না সরবরাহ করা হলে। তাই feed এর কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত হতে হবে।
৩. অনেকে hand-mix করে দানাদার খাবার প্রদান করেন, এতে করে feed এ ক্ষতিকর জীবাণু প্রবেশের সুযোগ থাকে। তাই এক্ষেত্রে যারা এই কাজে নিয়োজিত থাকবেন তাদের personal hygiene অনেক গুরুত্বপূর্ণ।
৪. ঘাস, খড়, সাইলেজ এসব রাখার স্টোরে ইঁদুর, বেজি, এবং অনেক পোকামাকড় এর উপদ্রব হয়। এসব প্রাণী বিভিন্ন রোগের বাহক হিসেবে কাজ করে।
৫. পানি খাওয়ার পাত্রে জাতে কোন রকম শ্যাওলা বা গোবর এর ছিটেফোটা যাতে না থাকে সেদিকে লক্ষ্ণ রাখা। এইজন্য এসব পাত্র রেগুলার পরিষ্কার রাখা উচিত।
স্বাস্থ্যসম্মত feed কোথায় পাওয়া যাবে:
১. বাজারে অনেক কোম্পানি আছে যারা রেডি-মিক্স feed বিক্রি করে। সেগুলো কেনা যেতে পারে।
২. ঘাস নিজে চাষ করতে পারলে ভালো, তবে যদি দেখা যায় যে কারো পর্যাপ্ত জমি না থাকে, সেক্ষেত্রে প্রতিদিন ঘাস এর সাপ্লাই নিশ্চিত করতে হবে।
৩. সাইলেজ, খড় এগুল যাতে সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় সেটা নিশ্চিত করা। সাইলেজ এখন অনেক কোম্পানি তৈরী করে। তাই বাজারের সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত সাইলেজ বাছাই করে নিতে হবে।
৪. অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী hand-mix feed বানানো দরকার।
৫. ফীড এর সাপ্লাই রেগুলার পাওয়া যাবে এমন উৎস নির্বাচন করা উচিত।