বদহজম

Published by Khamar-e Agro Research Team on

 

বদহজম রোগ কী?

বিভিন্ন কারণে গবাদিপশুর হজমশক্তি যদি ক্রমান্বয়ে হ্রাস পায় এবং পেট ফেঁপে ফুলে যায় তাহলে একে বদহজম বলে। এটি অত্যন্ত সাধারণ একটি রােগ । এ রোগে সময়মত চিকিৎসা করা হলে প্রাণি সহজেই সুস্থ হয়ে যায়।

 

কীভাবে এ রােগের  বিস্তার ঘটে? 

১। খাবারে পরিবর্তনঃ  হঠাৎ প্রাণির খাদ্য তালিকায় পরিবর্তন আনলে এই রােগ হয়ে থাকে । যেমন- এক অঞ্চলের গরু অন্য অঞ্চলে নিয়ে গেলে কিংবা বাজার হতে গরু কিনে আনলে নতুন পরিবেশ এবং পরিস্থিতির সাথে গরু মানিয়ে নিতে পারে না। তখন এইরূপ সমস্যা হয়ে থাকে।

২। পচা-বাসি খাবারঃ গরুকে নষ্ট হয়ে যাওয়া পচা-বাসি খাদ্য খাওয়ালে এই রােগ হয়। কারণ নোংরা পচা-বাসি খাবারে ব্যাকটেরিয়া বাসা বাধে। তখন তা গ্রহণ করলে গরুর হজমশক্তি হ্রাস পায়।  

৩। গর্ভফুল বিড়ম্বনাঃ গাভীর গর্ভফুল অনেক সময় গাভী খেয়ে ফেললে সহজে তা পরিপাক হতে চায় না। তখন এই রােগ হতে পারে।

৪। কম পানি পানঃ প্রাণিকে পরিমাণ মত পানি না খাওয়ালে বা প্রয়োজনের তুলনায় কম পানি পান করালে এই রােগ হয়।

৫। অত্যধিক খড় খাওয়ানোঃ অনেকদিন যাবৎ শুধু খড় খাওয়ালে বা অন্য কােন খাদ্য না দিলেও এই রােগ হয়ে থাকে ।

 

কীভাবে বুঝবেন আপনার পশুটি বদহজমে ভুগছে? 

১। পশুর ক্ষুধা হঠাৎ কমে যায়। খাবারে অনীহা দেখা দেয়। 

২। দুগ্ধবতী গাভীর দুধ কমে যায়। 

৩। প্রাণির মল কঠিন ও পরিমাণে অল্প হয়। কশা ভাব থাকে এবং দুর্গন্ধযুক্ত হয়। 

৪। কােন কােন প্রাণির মাজল শুকনা থাকে।

 

রােগ প্রতিকারের উপায়ান্তর 👇

✅ প্রাণির খাদ্য সরবরাহের বিষয়ে যত্নবান হতে হবে। নিয়মমাফিক এবং পরিমাণমতো খাবার সরবরাহ করতে হবে। 

✅ উপরের লক্ষণগুলো দেখা দিলে সময়মত পশুর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নতুবা দুগ্ধ ফলনের মান দিনে দিনে কমে যাবে এবং পশুও শুকিয়ে যাবে।