নিউমোনিয়া (Pneumonia)

Published by Khamar-e Agro Research Team on

 

নিউমোনিয়া কী? 

নিউমোনিয়া এক ধরণের ঠান্ডা জনিত সমস্যার কারণে সৃষ্ট অসুখ। এ রোগে ফুসফুসের প্রদাহ হয়ে থাকে । শ্বাসীয় হার বৃদ্ধিসহ কাশি এবং অস্বাভাবিক শ্বাসীয় শব্দ এ রোগের প্রধান বৈশিষ্ট্য।

 

নিউমোনিয়া রোগের কারণ কি? 

নিউমোনিয়া বিভিন্ন কারণে হতে পারে। যথা- 

 

  • ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসরাসায়নিক দ্রব্যাদি (বিষাক্ত গ্যাস যেমন: নাইট্রাস অক্সাইড) ইত্যাদি মাইক্রোঅরগানিজম দ্বারা আক্রান্ত এ রোগের প্রধান কারণ । 
  • বিভিন্ন প্রকার এলার্জেন, আঘাত, ক্রান্তি, বৃষ্টিতে ভেজা, পরিবহন, স্থানান্তর, আর্দ্রস্যাঁতস্যাঁতে আবহাওয়ায় দীর্ঘদিন বাস করলে প্রাণির শরীরে এ রোগ বাসা বাধতে পারে। 
  • আবদ্ধ ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান এবং পুষ্টি হীনতা প্রভৃতি কারণে নিউমোনিয়া হতে পারে।

 

নিউমোনিয়ায় আক্রান্ত প্রাণির কী কী লক্ষণ দেখা দেয়? 

 

১) প্রথমে অল্প অল্প জ্বর ও কাশি এবং পরবর্তীতে ঘন ঘন কাশি দেয়া ।

২) ক্রমে নাক ও মুখ দিয়ে সাদা সর্দি বের হতে থাকে ।

৩) অনেক সময় নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হয়।

৪) শ্বাস-প্রশ্বাস খুব দ্রুত হয় এবং শ্বাস ত্যাগের সময় ঘোত ঘোত বা গর গর শব্দ হয়।

৫) উদ্যমহীনতা ও খাওয়া ছেড়ে দেয়।

৬) হাটানোর সময় কাশি দেয়। 

নিউমোনিয়া রোগে আক্রান্ত প্রাণি

নিউমোনিয়া রোগে আক্রান্ত প্রাণি

আক্রান্ত প্রাণির চিকিৎসা সেবাঃ

  • এ রোগে তেমন কোনো চিকিৎসা নেই। রেজিষ্টার্ড ভেটেরিনারী ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ঔষুধ প্রয়োগে রোগটি ভাল হয়ে থাকে।

 

নিউমোনিয়া রোগের প্রতিরোধ ব্যবস্থাঃ

✅ এটি একটি সাধারণ রোগ। রোগের ঝুঁকি এড়াতে যথাযথ সাস্থ্যবিধি মেনে চলতে হবে ।

✅ ঠান্ডায় এ রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই প্রাণিকে অহেতুক ঠান্ডা লাগানো যাবে না । শীতকালে অতিরিক্ত ঠান্ডা এবং বৃষ্টির পানি থেকে রক্ষা করতে হবে। প্রয়োজনে পশুর শরীর চট দিয়ে ঢেকে দিতে হবে।